মান্ড্যা (কর্ণাটক), 17 ফেব্রুয়ারি: খেলতে খেলতে ট্রিগারে হাত ৷ খেলনা বন্দুক ভেবে ভাইয়ের দিকে তাক করে ট্রিগার চাপতেই দুর্ঘটনা ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তিন বছর বয়সি ভাইয়ের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ড্যা জেলার নাগামঙ্গলা তালুক এলাকায় ৷ তারা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ মা-বাবার কর্মসূত্রে এখানে থাকে ৷
জানা গিয়েছে, ছুটির দিনে নাগামঙ্গলার দোন্দেমাডিহাল্লিতে কংগ্রেস নেতা নরসিংহ মূর্তির একটি মুরগি খামারে খেলছিল দুই ভাই ৷ চোর পুলিশ খেলতে খেলতে নিজের অজান্তেই খেলনা বন্দুক ভেবে ভাইকে লক্ষ্য করে ট্রিগারে চাপ দেয় ৷ তখনই দুর্ঘটনাটি ঘটে ৷
বাচ্চারা কীভাবে বন্দুক পেল :
জানা গিয়েছে, নিরাপত্তার জন্য মুরগি খামারে একটি আসল বন্দুক রাখা হয়েছিল ৷ তাতে গুলি ভর্তি ছিল ৷ বাঙালি দম্পতি শশাঙ্ক ও লিপিকা এখানে দিনমজুরের কাজ করেন ৷ তাঁদের দুই ছেলে মুরগির খামারে খেলা করছিল ৷ সেই সময় 13 বছরের আন্না বন্দুকটি নিয়ে ছোট ভাইকে গুলি করে বলে চল চোর পুলিশ খেলি ৷ তৎক্ষণাৎ সামনে থাকা তিন বছরের ভাইয়ের পেট ফেটে গুলি বেরিয়ে যায় ৷ মা লিপিকাও আহত হন ৷
কাছ থেকে গুলি করার জন্য পেট ফেটে শিশুটির নাড়িভুড়ি বেরিয়ে আসে ৷ তবুও তাকে শ্বাস নিতে দেখে গামছা দিয়ে পেট বেঁধে কোনওরকমে নাগামঙ্গলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে তাতেও শিশুটিকে বাঁচানো যায়নি ৷ প্রচণ্ড রক্তক্ষরণের জন্য শিশুটির মৃত্যু হয় ৷
পুলিশের বক্তব্য :
এই বিষয়ে মান্ড্যার এসপি মল্লিকার্জুন বলদন্ডি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নাগামঙ্গলা গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷