নেই বাস, যাত্রীদের ভোগান্তি মেটাতে বিশেষ লোকাল চালাচ্ছে রেল - বিশেষ লোকাল চালাচ্ছে রেল
🎬 Watch Now: Feature Video
সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই সুনসান হাওড়ার রাস্তাঘাট । হাওড়া বাসস্ট্যান্ড থেকে কোনও সরকারি বা বেসরকারি বাস চলেনি । শনিবার সকাল 11 টা নাগাদ হাওড়া স্টেশনের 8 নম্বর প্লাটফর্মে ঢোকে নিউ-দিল্লি হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস । কিন্তু, স্টেশনে নেমে ওই ট্রেনের যাত্রীরা চরম সমস্যার মুখোমুখি হন । স্টেশন লাগোয়া ট্যাক্সিস্ট্যান্ডে হাতে গোনা ট্যাক্সি । তার উপর যাত্রীদের থেকে মোটা টাকা ভাড়া চাওয়া বলে অভিযোগ । স্টেশন থেকে কোনও সরকারি অথবা বেসরকারি বাস না চলায় যাত্রীদের কড়া রোদ উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় । পরে রেলের তরফে দুটি লোকাল ট্রেনের বন্দোবস্ত করা হয় । রেল কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সুবিধার কথা ভেবেই তারা এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ।