ETV Bharat / state

পাওনা টাকা মেটানোর নামে মারধর-কুকুর দিয়ে আক্রমণ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ যুবক - DOG ATTACK

পুলিশে অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের ৷ আক্রান্ত যুবকের অভিযোগ, তাঁর গায়ে কুকুরের কামড়ে একাধিক ক্ষত হয়েছে। তাঁকে মারধরও করা হয়েছে ৷ ঘটনায় জোর তরজা তৃণমূল-বিজেপির।

Dog Attack
পাওনা টাকা মেটানোর নামে মারধর-কুকুর দিয়ে কামড় খাওয়ানোর অভিযোগ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 16 hours ago

রায়গঞ্জ, 8 জানুয়ারি: ধার নেওয়া টাকা মেটাবেন, এই বলে বাড়িতে ডেকেছিলেন বিশ্বদীপ ঘোষ নামে এক যুবক ৷ কিন্তু, টাকা মেটানো দূর, পাওনাদারকে লোহার রড দিয়ে মারধর ও দু’টি পোষ্যকুকুর গায়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আক্রান্ত যুবক দেবদ্যুতি রায়ের অভিযোগ, তাঁর গায়ে কুকুরের কামড়ে একাধিক ক্ষত হয়েছে ও মারধরের আঘাত রয়েছে ৷

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ৷ ঘটনায় অভিযুক্ত বিশ্বদীপ আবার রায়গঞ্জের বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তিনি পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং তার পাশাপাশি, পোষ্য বেচাকেনার ব্যবসাও আছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে দাবি পুলিশের ৷ আক্রান্ত যুবক জানিয়েছেন, পুলিশে তিনি লিখিত অভিযোগ করেছেন ৷ তবে, পুলিশ তখনই কোনও এফআইআর দায়ের করেনি ৷ পরে এফআইআর নথিভুক্ত করা হবে ৷

ঘটনায় জোর তরজা তৃণমূল ও বিজেপির (ইটিভি ভারত)

এই ঘটনা নিয়ে আক্রান্ত দেবদ্যুতি বলেন, "আমি বিশ্বদীপকে মোট 6 হাজার টাকা ধার দিয়েছিলাম ৷ তার মধ্যে মাত্র এক হাজার টাকা ফেরত দিয়েছে ৷ অনেকদিন ধরে টাকা চাইছি, দিচ্ছে না ৷ আজ সকালে আমাকে ফোন করে বলল, বাড়িতে এসে টাকা নিয়ে যেতে ৷ আমি সেই মতো আমার এক বন্ধুকে নিয়ে ওঁর বাড়িতে আসি ৷ বাড়ির গেটের সামনে যেতেই দেখি, হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে ৷ আমি টাকা চাইতেই লোহার রড দিয়ে আমার বুকে ধাক্কা মারে ৷ আমি তখনই রাস্তায় পড়ে যাই ৷ আমার বন্ধু ওঁর হাত থেকে রডটা ছিনিয়ে নেয় ৷"

দেবদ্যুতির অভিযোগ, "হাত থেকে রড কেড়ে নিতেই বাড়ির ভিতর থেকে ওঁর দু’টো কুকুরের বাঁধন খুলে দেয় ৷ আর আমার উপর হামলা করতে বলে ৷ আমি এমনিতেই কুকুর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ৷ রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই আমার উপরে হামলে পড়ে কুকুর দু’টো ৷ আমি কোনোমতে উঠে বসার চেষ্টা করি ৷ কিন্তু, ততক্ষণে বিশ্বদীপ আরেকটা রড নিয়ে এসে আমার পিঠে, কোমরে ও পায়ে মারে ৷ মাথায় মারতে যাচ্ছিল, তখন আমার সঙ্গে থাকা বন্ধুটা ওঁকে আটকে দেয় ৷ নয়তো আমার মাথায় মেরে ফাটিয়ে দিত ৷ ওঁর কুকুর দু’টো আমার হাতে কামড়ে দিয়েছে ৷"

Dog Attack
কুকুরের কামড়ে আহত অভিযোগকারী দেবদ্যুতি রায় ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আমি ওখান থেকে বেরিয়ে হাসপাতালে যাই, কুকুরের কামড়ের চিকিৎসা করিয়েছি ৷ মারধরের প্রমাণ হিসেবে মেডিক্যাল রিপোর্ট নিয়ে থানা অভিযোগ জানিয়েছি ৷ পুলিশ জানিয়েছে, ওঁরাই পরে এফআইআর করবে ৷ এমন মানুষের সমাজে খোলা ঘোরা উচিত নয় ৷ তাহলে অনেক মানুষের ক্ষতি করে দেবে ৷"

ঘটনাস্থলে থাকা দেবদ্যুতির বন্ধু সাগর দাস অভিযোগ করেছেন, "টাকা দেবে বলে ডেকেও টাকা দেয়নি ৷ আমি বললাম, পাওনা টাকা আটকে না-রাখতে ৷ কিন্তু, বলে দিল টাকা দেবে না ৷ তখন দেবদ্যুতিকে রড দিয়ে ধাক্কা মেরে বাইরে রাস্তায় ফেলে দেয় ৷ তারপর ওঁর দু’টো রটউইলার কুকুরের বাঁধন খুলে দিয়ে অ্যাটাক-অ্যাটাক বলতে থাকে ৷ আর নিজে রড দিয়ে মারতে থাকে ছেলেটাকে ৷"

দেবদ্যুতি রায়কে স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা হয় তাঁর ৷ তারপরেই পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ এই ঘটনা নিয়ে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, "আমি ঘটনাটি শুনেছি ৷ এমন নক্কারজনক ঘটনা এর আগে রায়গঞ্জ শহরে হয়নি ৷ আমরা প্রথমবার এমন ঘটনার কথা শুনলাম ৷ আমি পুলিশের কাছে আবেদন করব, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ৷"

তবে, এই ঘটনায় অভিযুক্ত বিশ্বদীপ ঘোষ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ আর সেই নিয়েই শাসকদলকে নিশানা করতে ছাড়েনি জেলার বিজেপি নেতৃত্ব ৷ উত্তর দিনাজপুরে বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, "মধ্যযুগীয় বর্বরতা ৷ সাধারণ মানুষের উপরে মাফিয়ারাজ কায়েম করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷ খুবই নিন্দনীয় ঘটনা ৷ এগুলো আগে হিন্দি সিনেমায় ভিলেনদের করতে দেখা যেত ৷ এখন বাস্তবে ঘটতে দেখছি ৷"

আর বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য, "তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকে কখনও প্রশ্রয় দেয় না ৷ যে বা যারা এই কাজ করেছেন, প্রশাসন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ সে যে দলেরই হোক না-কেন ৷ আর বিজেপির কাজ শুধু রাজনীতি করা ৷" তবে, ইটিভি ভারতের তরফেও বিশ্বদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু, তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত বিশ্বদীপ ঘোষ পলাতক বলে দাবি পুলিশের ৷

রায়গঞ্জ, 8 জানুয়ারি: ধার নেওয়া টাকা মেটাবেন, এই বলে বাড়িতে ডেকেছিলেন বিশ্বদীপ ঘোষ নামে এক যুবক ৷ কিন্তু, টাকা মেটানো দূর, পাওনাদারকে লোহার রড দিয়ে মারধর ও দু’টি পোষ্যকুকুর গায়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় আক্রান্ত যুবক দেবদ্যুতি রায়ের অভিযোগ, তাঁর গায়ে কুকুরের কামড়ে একাধিক ক্ষত হয়েছে ও মারধরের আঘাত রয়েছে ৷

বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ৷ ঘটনায় অভিযুক্ত বিশ্বদীপ আবার রায়গঞ্জের বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তিনি পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এবং তার পাশাপাশি, পোষ্য বেচাকেনার ব্যবসাও আছে ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে দাবি পুলিশের ৷ আক্রান্ত যুবক জানিয়েছেন, পুলিশে তিনি লিখিত অভিযোগ করেছেন ৷ তবে, পুলিশ তখনই কোনও এফআইআর দায়ের করেনি ৷ পরে এফআইআর নথিভুক্ত করা হবে ৷

ঘটনায় জোর তরজা তৃণমূল ও বিজেপির (ইটিভি ভারত)

এই ঘটনা নিয়ে আক্রান্ত দেবদ্যুতি বলেন, "আমি বিশ্বদীপকে মোট 6 হাজার টাকা ধার দিয়েছিলাম ৷ তার মধ্যে মাত্র এক হাজার টাকা ফেরত দিয়েছে ৷ অনেকদিন ধরে টাকা চাইছি, দিচ্ছে না ৷ আজ সকালে আমাকে ফোন করে বলল, বাড়িতে এসে টাকা নিয়ে যেতে ৷ আমি সেই মতো আমার এক বন্ধুকে নিয়ে ওঁর বাড়িতে আসি ৷ বাড়ির গেটের সামনে যেতেই দেখি, হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে ৷ আমি টাকা চাইতেই লোহার রড দিয়ে আমার বুকে ধাক্কা মারে ৷ আমি তখনই রাস্তায় পড়ে যাই ৷ আমার বন্ধু ওঁর হাত থেকে রডটা ছিনিয়ে নেয় ৷"

দেবদ্যুতির অভিযোগ, "হাত থেকে রড কেড়ে নিতেই বাড়ির ভিতর থেকে ওঁর দু’টো কুকুরের বাঁধন খুলে দেয় ৷ আর আমার উপর হামলা করতে বলে ৷ আমি এমনিতেই কুকুর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম ৷ রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই আমার উপরে হামলে পড়ে কুকুর দু’টো ৷ আমি কোনোমতে উঠে বসার চেষ্টা করি ৷ কিন্তু, ততক্ষণে বিশ্বদীপ আরেকটা রড নিয়ে এসে আমার পিঠে, কোমরে ও পায়ে মারে ৷ মাথায় মারতে যাচ্ছিল, তখন আমার সঙ্গে থাকা বন্ধুটা ওঁকে আটকে দেয় ৷ নয়তো আমার মাথায় মেরে ফাটিয়ে দিত ৷ ওঁর কুকুর দু’টো আমার হাতে কামড়ে দিয়েছে ৷"

Dog Attack
কুকুরের কামড়ে আহত অভিযোগকারী দেবদ্যুতি রায় ৷ (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "আমি ওখান থেকে বেরিয়ে হাসপাতালে যাই, কুকুরের কামড়ের চিকিৎসা করিয়েছি ৷ মারধরের প্রমাণ হিসেবে মেডিক্যাল রিপোর্ট নিয়ে থানা অভিযোগ জানিয়েছি ৷ পুলিশ জানিয়েছে, ওঁরাই পরে এফআইআর করবে ৷ এমন মানুষের সমাজে খোলা ঘোরা উচিত নয় ৷ তাহলে অনেক মানুষের ক্ষতি করে দেবে ৷"

ঘটনাস্থলে থাকা দেবদ্যুতির বন্ধু সাগর দাস অভিযোগ করেছেন, "টাকা দেবে বলে ডেকেও টাকা দেয়নি ৷ আমি বললাম, পাওনা টাকা আটকে না-রাখতে ৷ কিন্তু, বলে দিল টাকা দেবে না ৷ তখন দেবদ্যুতিকে রড দিয়ে ধাক্কা মেরে বাইরে রাস্তায় ফেলে দেয় ৷ তারপর ওঁর দু’টো রটউইলার কুকুরের বাঁধন খুলে দিয়ে অ্যাটাক-অ্যাটাক বলতে থাকে ৷ আর নিজে রড দিয়ে মারতে থাকে ছেলেটাকে ৷"

দেবদ্যুতি রায়কে স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে কুকুরের কামড়ের ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা হয় তাঁর ৷ তারপরেই পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি ৷ এই ঘটনা নিয়ে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, "আমি ঘটনাটি শুনেছি ৷ এমন নক্কারজনক ঘটনা এর আগে রায়গঞ্জ শহরে হয়নি ৷ আমরা প্রথমবার এমন ঘটনার কথা শুনলাম ৷ আমি পুলিশের কাছে আবেদন করব, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ৷"

তবে, এই ঘটনায় অভিযুক্ত বিশ্বদীপ ঘোষ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷ আর সেই নিয়েই শাসকদলকে নিশানা করতে ছাড়েনি জেলার বিজেপি নেতৃত্ব ৷ উত্তর দিনাজপুরে বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, "মধ্যযুগীয় বর্বরতা ৷ সাধারণ মানুষের উপরে মাফিয়ারাজ কায়েম করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷ খুবই নিন্দনীয় ঘটনা ৷ এগুলো আগে হিন্দি সিনেমায় ভিলেনদের করতে দেখা যেত ৷ এখন বাস্তবে ঘটতে দেখছি ৷"

আর বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য, "তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজকে কখনও প্রশ্রয় দেয় না ৷ যে বা যারা এই কাজ করেছেন, প্রশাসন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ সে যে দলেরই হোক না-কেন ৷ আর বিজেপির কাজ শুধু রাজনীতি করা ৷" তবে, ইটিভি ভারতের তরফেও বিশ্বদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু, তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত বিশ্বদীপ ঘোষ পলাতক বলে দাবি পুলিশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.