Python at Suri : সিউড়িতে গ্রামে ঢুকল অজগর, আতঙ্কে গ্রামবাসীরা - Suri latest news
🎬 Watch Now: Feature Video
বীরভূমের সিউ়ড়ির একটি গ্রামে হঠাৎই গ্রামবাসীরা লক্ষ করেন, গ্রামে একটি বিশাল আকৃতির অজগর ঘুরে বেড়াচ্ছে (Python at Suri)। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা ৷ সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় সর্প বিশেষজ্ঞ স্কুল শিক্ষক দীনবন্ধু বিশ্বাসকেও। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূমের সিউড়ির খটঙ্গা গ্রামে পৌঁছয় দীনবন্ধুবাবু। উদ্ধার করেন একটি বিশালাকৃতির অজগরকে। সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস বলেন, "সাপটি লোকালয়ে চলে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। আমাকে আমার এক ছাত্র খবর দেয়। সাপটি প্রায় 8 ফুট লম্বা ও ওজন প্রায় 10 কেজি। বন দফতরের সহযোগিতায় সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে।"