Laxmi Puja: রানাঘাটে ফেলে দেওয়া থার্মোকল দিয়ে পুজোর সামগ্রী প্রস্তুত - ফেলে দেওয়া থার্মোকল দিয়ে পুজোর সামগ্রী তৈরি
🎬 Watch Now: Feature Video
ফেলে দেওয়া থার্মোকল দিয়ে তৈরি করা হচ্ছে নানান উপকরণ ৷ যেখানে থাকছে পুজোর কাজে ব্যবহার হওয়া চাঁদমালা, ছোট ছোট ঝাড়বাতি সহ নানান জিনিস ৷ অর্থাৎ, বেস্ট ফ্রম দ্য ওয়েস্ট ৷ বিভিন্ন বৈদ্যুৎতিন সামগ্রী যেমন টেলিভিশন, রেফ্রিজারেটরের মধ্যে থাকা থার্মোকল দিয়ে এই সব জিনিস তৈরি করেন নদিয়া রানাঘাটের বাসিন্দা টকি মালাকার ৷ তাঁর কথায় লোকজন বাড়িতে বিভিন্ন জিনিস কিনে আনে ৷ সেই সবের প্যাকিংয়ের ভিতর থাকা থার্মোকলগুলিকে ফেলে দেয় ৷ সেগুলি পরিবেশের ক্ষতি করে ৷ তাই থার্মোকলগুলিকে সংগ্রহ করে, সেগুলিকে প্রথম পরিষ্কার করা হয় ৷ এর পর সেই থার্মোকল কেটে নানানধরণের সামগ্রী তৈরি করা হয় ৷ এই মুহূর্তে, লক্ষ্মীপুজোর সময় ৷ তাই চাঁদমালা সহ নানান সামগ্রী তৈরি করছেন তিনি ৷