রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ-অবরোধ পাণ্ডুয়ায় - pandua
🎬 Watch Now: Feature Video
রাস্তায় সারাইয়ের দাবিতে বিক্ষোভ-অবরোধ পাণ্ডুয়ায় । পাণ্ডুয়ার কালনা 13 নম্বর রোডে অবরোধ চলে দীর্ঘক্ষণ ধরে। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দেপাড়া মোড় থেকে আসুয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার মোরাম উঠে পাথর বেরিয়ে গেছে। নিত্যদিন দুর্ঘটনা ঘটলেও , স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কোনও তৎপরতা নেই। এই বিক্ষোভ প্রথমবার নয় ৷ একাধিকবার বিক্ষোভ কর্মসূচি দেখিয়েছে এলাকাবাসী ৷ কিন্তু লাভের লাভ কিছুই হয়নি ৷ রাস্তা সারাই না হলে ভোট বয়কটও করবেন বলে জানান বিক্ষোভকারীদের একজন ৷