হাওড়া ময়দানে চালু "প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র" - howrah maidan
🎬 Watch Now: Feature Video
2018 সালে "জনঔষুধি কেন্দ্র" তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার ৷ হাওড়া জেলায় এই প্রথম তৈরি হল জনঔষুধি কেন্দ্র ৷ দোকানের মালিক সুয়েত সিং বলেন,"প্রতিটি ওষুধের উপর কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মেলে ৷ ফলে ক্রেতা খুব সস্তায় ওষুধ কিনতে পারে ৷" একটি উদাহরণ দিয়ে তিনি বলেন,"বাজারের অন্য কোনও ওষুধের দোকান থেকে প্যান-ডি ওষুধ কিনতে গেলে ক্রেতাকে যদি 170 টাকা দিতে হয়, সেক্ষেত্রে জনঔষুধি কেন্দ্র থেকে ওই একই ওষুধ কেনার জন্য ক্রেতাকে মাত্র 20 টাকা দিতে হবে ৷"