বিলাসপুর, 9 জানুয়ারি: ছত্তিশগড়ের মুঙ্গেলিতে ভেঙে পড়ল ইস্পাত কারখানার চিমনি ৷ ঘটনার সময়ে বহু শ্রমিক ওই কারখানায় কাজ করছিলেন। জানা গিয়েছে, অন্তত 24 জন শ্রমিক চাপা পড়েছেন ৷ রায়পুর-বিলাসপুর জাতীয় সড়কের কাছে থাকা ওই চিমনি ভেঙে পড়ায় মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন থেকে স্থানীয়রা ৷
বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় অন্যান্য শ্রমিকরা বলছেন, কয়েকজনের মৃত্যু হয়েছে। পুলিশ থেকে প্রশাসন দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পৌঁছয়।ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখনও কোনও শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি ৷ কী করে আচমকায় এদিন ইস্পাত কারখানার চিমনি ভেঙে পড়ল তা, এখনও জানা যায়নি ৷
মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম প্যাটেল বলেন, "এদিন বিকেলে দুর্ঘটনাটি ঘটে ৷ ইস্পাত কারখানায় লোহার তৈরি গম্বুজাকৃতি চিমনি ভেঙে পড়েছে ৷ সেইসময় ঘটনাস্থলে কর্মরত শ্রমিকরা ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। উদ্ধার হওয়া দু'জন শ্রমিককে বিলাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন। চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হয় ৷
জানা গিয়েছে, কারখানায় দুর্ঘটনা ঘটেছে সেটি মুঙ্গেলির সারগাঁও থানার রামবোদ এলাকায়। এই কারখানায় পাইপ তৈরি করা হয়। এখান থেকে তৈরি পাইপ বিক্রির জন্য অন্য জেলায় পাঠানো হয়। আজ যখন দুর্ঘটনাটি ঘটে, তখন প্রচুর সংখ্যক শ্রমিক চিমনির কাছে কাজ করছিলেন ৷ শ্রমিকদের ধ্বংসাবশেষ পরিষ্কার করে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে, নজর রাখছে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় এখনও কারও মৃৃত্যুর খবর মেলেনি।