"ওদের নাম কেউ জানে না", "পঞ্চপাণ্ডবদের" কটাক্ষ সুজিত বসুর - Sujit Bose
🎬 Watch Now: Feature Video
"যে পাঁচজনকে BJP নির্বাচনের জন্য দায়িত্ব দিয়েছে, তাঁদের নাম বাংলার মানুষ জানে না । তাঁরা এসেছেন তাঁদের কাজ করবেন ৷ আমাদের দল অত্যন্ত প্রস্তুত ৷ আর যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দল অনেক শক্তিশালী । তৃতীয়বারের জন্য তিনি আবার শপথ নেবেন সেটা সময়ের অপেক্ষা ৷ " BJPকে কটাক্ষ করে বললেন তৃণমূল নেতা সুজিত বসু ৷