ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরের শতবর্ষে 'উড়ান যাত্রী ক্যাফে'র উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রীর - KOLKATA AIRPORT MARKS 100 YEARS

একশো বছর ধরে যাত্রী পরিষেবা দিয়ে চলেছে কলকাতা বিমানবন্দর ৷ বিমানবন্দরে এই ক্যাফেতে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে ।

KOLKATA AIRPORT MARKS 100 YEARS
কেন্দ্রীয় মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডু (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

কলকাতা, 22 ডিসেম্বর: শতবর্ষে পা রাখল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর ৷ সেই উপলক্ষে 'উড়ান যাত্রী ক্যাফে'-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডু ৷ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিপিন কুমার-সহ অন্যান্যরা ৷

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কলকাতা বিমানবন্দরে এই ক্যাফের উদ্বোধন করা হল । এখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে ।" সাধারণত বিমানবন্দরে খাবারের দাম হয় আকাশ ছোঁয়া । তবে এই 'উড়ান যাত্রী ক্যাফে' কিছুটা হলেও স্বস্তি দেবে বিমান যাত্রীদের ৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বিমান উড়ান মন্ত্রকের তরফে অনেক কম খরচে মুখরোচক সমস্ত খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে । দেশের 125টি বিমানবন্দরে খোলা হবে এই এই ক্যাফে ৷

'উড়ান যাত্রী ক্যাফে'র উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রীর (ইটিভি ভারত)

সাধারণ মানুষের কথা মাথায় রেখে 'উড়ে দেশ কা আম নাগরিক' ভাবনা থেকে শুরু হয় কেন্দ্রের উড়ান প্রকল্প ৷ শুধুমাত্র উচ্চবিত্তরাই নন, দেশের সাধারণ মানুষও যাতে বিমান সফর করতে পারেন সে কারণে 8 বছর আগে এই প্রকল্প শুরু করে কেন্দ্র ৷ সেই প্রকল্পের অংশ হিসেবে 'উড়ান যাত্রী ক্যাফে'-এর সূচনা ৷ অতিরিক্ত দামের জন্য বিমানবন্দরে কিছু খেতে পারেন না যাত্রীরা ৷ তাদের সেই অভিযোগের সমাধানে স্বল্প মূল্যের এই ক্যাফের ভাবনা কেন্দ্রের ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এটি একটি ঐতিহ্যবাহী বিমানবন্দর । সেই কারণে প্রকল্পের পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের থেকে সাড়া পাওয়া গেলে দেশের বাকি বিমানবন্দরেও এই প্রকল্প শুরু করা হবে ৷

পড়ুন: অ্যারোড্রোম থেকে আন্তর্জাতিক স্বীকৃতি - শতবর্ষে কলকাতা বিমানবন্দর

কলকাতা, 22 ডিসেম্বর: শতবর্ষে পা রাখল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর ৷ সেই উপলক্ষে 'উড়ান যাত্রী ক্যাফে'-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডু ৷ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিপিন কুমার-সহ অন্যান্যরা ৷

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কলকাতা বিমানবন্দরে এই ক্যাফের উদ্বোধন করা হল । এখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে ।" সাধারণত বিমানবন্দরে খাবারের দাম হয় আকাশ ছোঁয়া । তবে এই 'উড়ান যাত্রী ক্যাফে' কিছুটা হলেও স্বস্তি দেবে বিমান যাত্রীদের ৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় বিমান উড়ান মন্ত্রকের তরফে অনেক কম খরচে মুখরোচক সমস্ত খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে । দেশের 125টি বিমানবন্দরে খোলা হবে এই এই ক্যাফে ৷

'উড়ান যাত্রী ক্যাফে'র উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রীর (ইটিভি ভারত)

সাধারণ মানুষের কথা মাথায় রেখে 'উড়ে দেশ কা আম নাগরিক' ভাবনা থেকে শুরু হয় কেন্দ্রের উড়ান প্রকল্প ৷ শুধুমাত্র উচ্চবিত্তরাই নন, দেশের সাধারণ মানুষও যাতে বিমান সফর করতে পারেন সে কারণে 8 বছর আগে এই প্রকল্প শুরু করে কেন্দ্র ৷ সেই প্রকল্পের অংশ হিসেবে 'উড়ান যাত্রী ক্যাফে'-এর সূচনা ৷ অতিরিক্ত দামের জন্য বিমানবন্দরে কিছু খেতে পারেন না যাত্রীরা ৷ তাদের সেই অভিযোগের সমাধানে স্বল্প মূল্যের এই ক্যাফের ভাবনা কেন্দ্রের ৷

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতে অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এটি একটি ঐতিহ্যবাহী বিমানবন্দর । সেই কারণে প্রকল্পের পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের থেকে সাড়া পাওয়া গেলে দেশের বাকি বিমানবন্দরেও এই প্রকল্প শুরু করা হবে ৷

পড়ুন: অ্যারোড্রোম থেকে আন্তর্জাতিক স্বীকৃতি - শতবর্ষে কলকাতা বিমানবন্দর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.