Kali Pujo 2021 : করোনা বিধি নিষেধ মেনে মাতৃ আরাধনায় ব্যস্ত পাণ্ডুয়া - Pandua
🎬 Watch Now: Feature Video
ব্যারাকপুর, নৈহাটির মতো শক্তি আরাধনায় সেজে উঠেছে গোটা পাণ্ডুয়া । কম বেশি 207টি পুজো হলেও কেন্দ্রীয় কমিটির মধ্যে 46টি পুজো কমিটি রয়েছে । করোনা বিধিনিষেধ মেনেই পুজো করছেন উদ্যোক্তারা। পাণ্ডুয়ার জিটি রোড-সহ বিভিন্ন রাস্তা সেজে উঠেছে আলোকমালায় । বহু মানুষ পাণ্ডুয়া আসেন পুজো দেখতে।