সিকিমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, দেখুন ভিডিয়ো... - ধস
🎬 Watch Now: Feature Video
সিকিমের মাঙ্গানে চোখের নিমেষেই ভেঙে পড়ল বহুতলের একাংশ ৷ টানা বৃষ্টিপাতের জেরে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে ৷ এই বাড়িটির ভিতও ধসে নড়বড়ে হয়ে যাওয়ায় কয়েকদিন আগেই প্রশাসনের তরফে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ রবিবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটির একাংশ ৷ ঘটনাস্থানে যান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, পুলিশ ও মহকুমাশাসক ৷ ঘটনায় কেউ আহত হননি বলে জানানো হয়েছে প্রাশাসনের তরফে ৷
বাড়িটি ভেঙে পড়ার মূহুর্তের ভিডিয়োটি দেখুন ....