CBI-র ডাকে সাড়া দিতে রাজি মুকুল - mukul roy news
🎬 Watch Now: Feature Video
তদন্তের স্বার্থে CBI যাঁদের ডাকার দরকার মনে করবে তাদের ডাকবে । আমাকে ডেকেছে ৷ আমি যাব ৷ আজ যেতে পারিনি, কিন্তু যাব । নারদকাণ্ডে CBI-র তলব নিয়ে বললেন BJP নেতা মুকুল রায় । একইসঙ্গে তিনি বলেন, "আমি CBI-কে কোনও মেইল বা চিঠি পাঠিয়ে সময় চাইনি । CBI ডেকেছে ৷ আমি অবশ্যই যাব । "