বুড়ো ঘোড়া আর চলে না, নাম না করে জ্যোতিপ্রিয়কে কটাক্ষ শান্তনুর - shantanu slams jyotipriya mullick
🎬 Watch Now: Feature Video
হাবড়া রেল স্টেশনের কাছে গতকাল তৃণমূল থেকে BJP-তে যোগদান কর্মসূচি ছিল । সেখানে ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর । সভা শেষে নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করে তিনি বলেন,"বুড়ো ঘোড়া দিয়ে আর চলে না । ওকে মানুষ বাতিল করে দিয়েছে ।" সঙ্গে তিনি বলেন, "কোরোনার কারণে থমকে গেলেও আমরা নাগরিকত্ব আইনের বিষয়টি নিয়ে এখনও সক্রিয় আছি । " আর কী কী বলেন শান্তনু ঠাকুর ? দেখুন ভিডিয়োয়...
Last Updated : Jun 26, 2020, 9:58 AM IST