তদন্ত এড়াতে গেরুয়া শিবিরে গেছেন, নাম না করে মুকুলকে কটাক্ষ মহুয়ার - mohua mock mukul roy
🎬 Watch Now: Feature Video
‘‘আপনি ED, CBI থেকে বাঁচার জন্য BJP-তে গেছেন, মানুষ যখন পাবে তখন কেউ বাঁচাতে পারবে না।’’ ভোট প্রচারে গিয়ে নাম না করে BJP নেতা মুকুল রায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের সমর্থনে নদিয়ার করিমপুর বিধানসভার উপ-নির্বাচনের ভোট প্রচারে যান তিনি।
Last Updated : Nov 16, 2019, 8:03 PM IST