"রাজনীতিতে থাকব নাকি রাজনৈতিক সন্ন্যাস নেব ভাবছি" - তৃণমূল ছেড়ে BJPতে
🎬 Watch Now: Feature Video
"চিন্তা করছি আমি কি আর রাজনীতিতে থাকব নাকি রাজনৈতিক সন্ন্যাস নেব । আমার কিছু রাজনৈতিক সহকর্মী বলছেন, আপনাকে তো বিভিন্ন সময়ে অসম্মান-অপমান করেছে, তাহলে আপনার প্রাসঙ্গিকতা আছে কি না তা একটু দেখানোর দরকার । আমার কারোর সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই, আমার সামাজিক প্রাসঙ্গিকতা আছে কি না তা নিশ্চয়ই করবার(প্রমাণ) চেষ্টা করব ।" আজ দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই বললেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ।