Anubrata Mondal Mimicry : অনুব্রতর পাশে বসেই তাঁকে নকল করছেন যুবক, খিলখিলিয়ে হাসছেন কেষ্ট - man mimics Anubrata Mondal

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 24, 2022, 7:14 PM IST

অনুব্রত মণ্ডলের পাশে বসে তাঁরই মিমিক্রি করলেন বোলপুরের ইউটিউবার সাজিদ খান ৷ দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলের মিমিক্রি করায় নাম আছে সাজিদের (man mimics Anubrata Mondal) ৷ সেই মিমিক্রি দেখেছেন খোদ অনুব্রতও ৷ তাই সম্প্রতি সাজিদকে বোলপুরে তৃণমূলের কার্যালয়ে ডেকে পাঠানো হয় ৷ অনুব্রত মণ্ডলের সামনেই সেখানে তাঁর মিমিক্রি করে দেখান সাজিদ । যা দেখে বেজায় খুশি অনুব্রতও । বোলপুরের কাশীপুরের বাসিন্দা সাজিদ খান । তার একটা ইউটিউব চ্যানেলও আছে ৷ অনুব্রত মণ্ডলের পাশে বসে তাঁর বাচনভঙ্গি নকল করা প্রসঙ্গে সাজিদ বলেন, "আমি অনুব্রত মণ্ডলের বহু মিমিক্রি করেছি । দাদা আমাকে ডেকে পাশে বসতে বলেন ৷ আমি ভাবতেই পারছি না । আমি খুব খুশি ৷ দাদা আমার মিমিক্রি দেখেও খুব খুশি হয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.