"একঘণ্টা অপেক্ষা করেছি", সোমেন মিত্রকে শেষ শ্রদ্ধা না জানিয়েই বিধানসভা ছাড়লেন মুখ্যমন্ত্রী - Mamata banerjee leaves BidhanSabha early
🎬 Watch Now: Feature Video
বর্ষীয়ান কংগ্রেস নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, তখনও আসেনি মরদেহ । অপেক্ষা না করেই তাই বিধানসভা ছাড়লেন মুখ্যমন্ত্রী । একদা সতীর্থ এই বর্ষীয়ান নেতাকে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করলেন না তিনি । স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বিধানসভা ছাড়েন । বলেন , "একঘণ্টা অপেক্ষা করেছি । কিন্তু প্রদেশ কংগ্রেস অফিসে অনাবশ্যক দেরি । আমার তো কাজ রয়েছে । তাই স্পিকারের সঙ্গে কথা বলে চলে যাচ্ছি ।" ততক্ষণে পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম চলে এসেছেন । বিমান মুখোপাধ্যায়ও এসে গেছেন ।