কালীঘাট থেকে যাত্রা শুরু আর কালীঘাটেই যাত্রা শেষ হবে মমতার : রাহুল সিনহা - মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে যাত্রা শুরু
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে যাত্রা শুরু আর কালীঘাটেই যাত্রা শেষ হবে । 2021 সালে উপান্নতে থাকতে পারবেন না । আজ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন BJP নেতা রাহুল সিনহা । 2016 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মহাকরণ সংস্কারের কাজ চলছে । প্রায় 10 বছর কেটে গেলেও এখনও সংস্কারের কাজ শেষ হয়নি । এই প্রশ্নের উত্তরে রাহুলবাবু বলেন, "দেখুন ব্যাপারটা হচ্ছে মহাকরণ থেকে উনি নবান্নতে গিয়েছেন। নবান্ন থেকে উনি উপান্নতে যাবেন। উপান্ন থেকে উনি কালিঘাটান্নতে যাবে। ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর যাত্রাটা কালীঘাটে শেষ হচ্ছে ।"