সিবিআইকে বলব কলার ধরে আগে শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক : কুণাল ঘোষ - suvendu adhikary
🎬 Watch Now: Feature Video
গতকাল কাঁথি পোস্ট অফিস মোড়ে সভা করে তৃণমূল কংগ্রেস । সেই সভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, কুণাল ঘোষ ও সুজাতা মণ্ডল খাঁ, যুব তৃণমূল জেলা সভাপতি সুপ্রকাশ গিরি সহ অন্যরা । এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে শিশির অধিকারীকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রীতিমতো শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন কুণাল ঘোষ । বলেন, "দীর্ঘদিন দলে থেকে দলের সমস্ত ক্ষমতা ভোগ করার পর ভোটের চার-পাঁচ মাস আগে ওঁর বিলম্বিত বিবেক জাগরণ হয়েছে । ওঁর কথা আগের দলে যদি কেউ শুনত না তাহলে উনি আগে ইস্তফা দেননি কেন ?" সঙ্গে বলেন, "মানহানির মামলা করব। তোমার মানহানিতে আমি তোমায় হারাব। সিবিআইকে বলব কলার ধরে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হোক ।"