Gariahat Police : বিনা মাস্কের যাত্রীদের সতর্ক, সংক্রমণ বাড়তেই রাস্তায় পুলিশ - গড়িয়াহাটে পুলিশি অভিযান
🎬 Watch Now: Feature Video
পুজোর পর সংক্রমণ বাড়তেই রাস্তায় নামল পুলিশ ৷ মাইকিং করে পথচারীদের সচেতনতায় জোর দিল গড়িয়াহাট থানার পুলিশ ৷ মাস্কহীনদের মাস্ক বিতরণ করার পাশাপাশি করোনা বিধি মেনে রাস্তায় বেরোনোর অনুরোধ করলেন ৷ সতর্ক করার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিলেন এরপর মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা ৷ পুলিশি সচেতনতার সমগ্র চিত্র ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷