ETV Bharat / bharat

দুই বোনকে গলা কেটে খুন! জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও হামলা যুবকের - BROTHER KILLS TWO SISTERS

দুই বোনকে খুন খুড়তুতো দাদার ! তারপর জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও হামলা চালায় অভিযুক্ত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

HATHRAS DOUBLE MURDER CASE
দাদার হামলায় মৃত দুই বোন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 4:39 PM IST

হাথরস (উত্তরপ্রদেশ), 23 জানুয়ারি: দুই নাবালিকা বোনের গলা কেটে খুন করল খুড়তুতো দাদা ! তারপর হামলা চালাল জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও ৷ বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাথরসের সদর কোতয়ালি এলাকার আশীর্বাদ ধাম কলোনির একটি বাড়িতে ৷

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ ৷ সে তার জেঠুর দুই মেয়ে সৃষ্টি (14) ও বিধি (6)-কে গলা কেটে খুন করে ৷ তার হামলার মুখে পড়ে গুরুতর আহত হন জেঠু-জেঠিমাও ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই খুনের পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে খুনের নেপথ্যে সঠিক কোন উদ্দেশ্য রয়েছে তা খুঁজে পেতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

HATHRAS DOUBLE MURDER CASE
ভাইপোর হামলায় আহত জেঠু ছোটেলাল গৌতম ও তাঁর স্ত্রী গৌরি (ইটিভি ভারত)

মৃত দুই যুবতীর বাবার নাম ছোটেলাল গৌতম ৷ তাঁরা আদতে ফতেপুর জেলার বাসিন্দা ৷ মিতাইয়ের জওহর স্মারক ইন্টার কলেজের লেকচারার ছিলেন গৌতম ৷ স্ত্রী বীরাঙ্গনা ওরফে গৌরী ও দুই মেয়ে সৃষ্টি-বিধিকে নিয়ে আশীর্বাদ ধাম কলোনিতে বসবাস করতেন ৷ তবে প্যারালিসিস অ্যাটাকের কারণে গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী ৷

এই ঘটনায় হাথরসের পুলিশ সুপার চিরঞ্জীব নাথ সিনহা জানান, গৌতমের ভাইপো বিকাশ 22 জানুয়ারি রাতে একজনকে সঙ্গে নিয়ে জেঠুর বাড়িতে গিয়েছিল ৷ 9টা নাগাদ সবাই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যায় ৷ এরপর রাত দেড়টা থেকে দুটোর মধ্যে হঠাৎ বিকাশ ও তার সহযোগী ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে । পরে জেঠুর পরিবারের উপর হামলা চালায় ৷ দুই নাবালিকা বোনকে হত্যা করে ৷ ঘটনায় আহত হন জেঠু ছোটেলাল গৌতম ও জেঠিমা ৷

সাহায্যের জন্য গৌরি চিৎকার করলে বিকাশ ও তার সহযোগী পালিয়ে যায় ৷ আওয়াজ শুনে অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশীরা জড়ো হয়ে যান ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায় ৷ আহত দম্পতিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁদের অবস্থা দেখে অন্যত্র রেফার করা হয় ৷ দুই নাবালিকার দেহ পাঠানো হয় ময়নাতদন্তে ৷ গৌরির বয়ান অনুযায়ী জানা গিয়েছে, তার দেওরের ছেলে বিকাশ এই ঘটনা ঘটিয়েছে ৷ একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ আরও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ওই কলোনির প্রতিবেশী ও পাশের ভাড়াটিয়াদের থেকে জানা গিয়েছে বিকাশ খুব ঘন ঘন এই বাড়িতে আসা যাওয়া করত ৷

হাথরস (উত্তরপ্রদেশ), 23 জানুয়ারি: দুই নাবালিকা বোনের গলা কেটে খুন করল খুড়তুতো দাদা ! তারপর হামলা চালাল জেঠিমা ও শয্যাশায়ী জেঠুর উপরও ৷ বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাথরসের সদর কোতয়ালি এলাকার আশীর্বাদ ধাম কলোনির একটি বাড়িতে ৷

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ ৷ সে তার জেঠুর দুই মেয়ে সৃষ্টি (14) ও বিধি (6)-কে গলা কেটে খুন করে ৷ তার হামলার মুখে পড়ে গুরুতর আহত হন জেঠু-জেঠিমাও ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই খুনের পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ তবে খুনের নেপথ্যে সঠিক কোন উদ্দেশ্য রয়েছে তা খুঁজে পেতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

HATHRAS DOUBLE MURDER CASE
ভাইপোর হামলায় আহত জেঠু ছোটেলাল গৌতম ও তাঁর স্ত্রী গৌরি (ইটিভি ভারত)

মৃত দুই যুবতীর বাবার নাম ছোটেলাল গৌতম ৷ তাঁরা আদতে ফতেপুর জেলার বাসিন্দা ৷ মিতাইয়ের জওহর স্মারক ইন্টার কলেজের লেকচারার ছিলেন গৌতম ৷ স্ত্রী বীরাঙ্গনা ওরফে গৌরী ও দুই মেয়ে সৃষ্টি-বিধিকে নিয়ে আশীর্বাদ ধাম কলোনিতে বসবাস করতেন ৷ তবে প্যারালিসিস অ্যাটাকের কারণে গত এক বছর ধরে তিনি শয্যাশায়ী ৷

এই ঘটনায় হাথরসের পুলিশ সুপার চিরঞ্জীব নাথ সিনহা জানান, গৌতমের ভাইপো বিকাশ 22 জানুয়ারি রাতে একজনকে সঙ্গে নিয়ে জেঠুর বাড়িতে গিয়েছিল ৷ 9টা নাগাদ সবাই রাতের খাবার খেয়ে ঘুমোতে চলে যায় ৷ এরপর রাত দেড়টা থেকে দুটোর মধ্যে হঠাৎ বিকাশ ও তার সহযোগী ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে । পরে জেঠুর পরিবারের উপর হামলা চালায় ৷ দুই নাবালিকা বোনকে হত্যা করে ৷ ঘটনায় আহত হন জেঠু ছোটেলাল গৌতম ও জেঠিমা ৷

সাহায্যের জন্য গৌরি চিৎকার করলে বিকাশ ও তার সহযোগী পালিয়ে যায় ৷ আওয়াজ শুনে অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশীরা জড়ো হয়ে যান ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানায় ৷ আহত দম্পতিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁদের অবস্থা দেখে অন্যত্র রেফার করা হয় ৷ দুই নাবালিকার দেহ পাঠানো হয় ময়নাতদন্তে ৷ গৌরির বয়ান অনুযায়ী জানা গিয়েছে, তার দেওরের ছেলে বিকাশ এই ঘটনা ঘটিয়েছে ৷ একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ আরও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ ওই কলোনির প্রতিবেশী ও পাশের ভাড়াটিয়াদের থেকে জানা গিয়েছে বিকাশ খুব ঘন ঘন এই বাড়িতে আসা যাওয়া করত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.