মহালক্ষ্মী রূপে পূজিত হন কালীঘাটের মা - kalipuja 2019
🎬 Watch Now: Feature Video
কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় দেবীর আরাধনায় মেতে ওঠে কালীঘাট । সারাবছরই পুজো হয় এখানে । প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম । তবে এই বিশেষ দিনে অন্যরূপ নেয় কালীঘাট । রীতি মেনে এদিন মাকে মহালক্ষ্মীরূপে পুজো করা হয় । অলক্ষ্মীর বিদায় এবং লক্ষ্মীর আগমন হয় । সেই নিয়ম মেনেই হয়ে আসছে মহালক্ষ্মী পুজো ।