"হেডমাস্টাররা এসেছেন, হোটেলের ভিতর কান ধরে ওঠবোস করাচ্ছেন", কটাক্ষ জিতেন্দ্রর - jitendra Tiwari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9582100-thumbnail-3x2-wb-pic.jpg)
"নির্বাচন কমিশনকে বলুক এত খরচ করে লাভ কী আছে ! নির্বাচন কমিশনের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নিক । ওনাদের রাজ্যপাল আছেন, ওনাকে নিয়ে গিয়ে মন্ত্রী হয়ে যাক, আর কী আছে ! জনগণের এত খরচ করে নির্বাচন হবে, এসবের দরকার কী ! স্বপ্ন দেখুক ।" এভাবে BJP-কে কটাক্ষ করলেন পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি । তিনি আরও বলেন, "হেডমাস্টাররা এসেছেন । মাস্টাররা ঠিক মতো পড়াচ্ছেন কি না, ছাত্ররা ঠিকভাবে পড়ছে কি না তা দেখতে এসেছেন । শুনেছি নাকি হোটেলের ভিতর কান ধরে ওঠবোস করাচ্ছেন ।"