BT রোড : জনতা কারফিউ প্রয়োজন ছিল, বলছেন দীর্ঘ অপেক্ষারত বাসযাত্রীও - coronavirus safety
🎬 Watch Now: Feature Video
রবিবার BT রোডের ব্যস্ততা অন্যদিনের তুলনায় কম। তবে এই জনতা কারফিউ যেন রবিবারের BT রোডকে কার্যত জনশূন্য করে দিয়েছে। হাতেগোনা গাড়ি চলছে। পুলিশ পিকেট রয়েছে। যাঁরা বেরিয়েছেন, তাঁরা বলছেন বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তবে কমবেশি সবারই বক্তব্য, এই পদক্ষেপ জরুরি ছিল।