চামড়া গুটিয়ে ছেড়ে দেব, বাড়ি টু বাড়ি নাকা চেকিং হবে : মমতা - naihati

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 30, 2019, 9:21 PM IST

Updated : May 30, 2019, 11:24 PM IST

"বাংলা বাংলাই, বাংলাকে গুজরাত হতে দেব না ।" আজ নৈহাটিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে জগদ্দলে জয় শ্রীরাম ধ্বনি শুনে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । হারালেন মেজাজ । বললেন, "চামড়া গুটিয়ে ছেড়ে দেব । এখানে যে ছেলেগুলো করছিল নাম নিয়ে নাও তো । বাড়ি টু বাড়ি নাকা চেকিং হবে ।" ভাটপাড়ার হিন্দিভাষীদের বিরুদ্ধে তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে যে, তারাই নাকি সেখানে অশান্তির সৃষ্টি করেছে । আজ সরাসরি হিন্দিভাষীদের নাম মুখে না আনলেও আকারে ইঙ্গিতে তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রীও । মেজাজ হারিয়ে তিনি বলেন, "এত বড় সাহস । আমাদের খাবে, আমাদের পড়বে । গুন্ডামি মস্তানি হবে না । আমাদের জন্য বেঁচে আছ । কালকে গুটিয়ে দেব 1 সেকেন্ডে বেরিয়ে যাবে । কোন দাদা ও কোন মস্তান এসে বাঁচায় তা দেখে নেব ।"
Last Updated : May 30, 2019, 11:24 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.