বাংলায় বিধায়করা হাটে-বাজারে গোরু-ছাগলের মতো বিক্রি হয় : কিরণময় নন্দ - bjp
🎬 Watch Now: Feature Video
বহরমপুরে এসেছিলেন সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি কিরণময় নন্দ । সেখানে তিনি বলেন,"বাংলায় বিধায়করা হাটে-বাজারে গোরু-ছাগলের মতো বিক্রি হয় । এই রেওয়াজ বাংলায় ছাড়া ভারতবর্ষের আর কোনও রাজ্যে নেই । এই মুহূর্তে রাজনৈতিক দিক দিয়ে পশ্চিমবঙ্গ হল সবথেকে পিছিয়ে পড়া রাজ্য ।"