অন্ডালে বালিবোঝাই 15টি লরি বাজেয়াপ্ত - andal police station
🎬 Watch Now: Feature Video
15 টি বালিবোঝাই লরি বাজেয়াপ্ত করল অন্ডাল থানার পুলিশ। অন্ডাল মোড়ে দু-নম্বর জাতীয় সড়কে লরিগুলিকে পাকড়াও করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, লকডাউনের মধ্যেও বালিবোঝাই লরি যাতায়াত করছিল ৷ লরিগুলিতে পুলিশ তল্লাশি চালাতেই লরিগুলি যে বালিবোঝাই তা বোঝা যায় ৷ পাশাপাশি লরিগুলি ওভারলোডেডও ছিল ৷ পাণ্ডবেশ্বরের অজয় ঘাট থেকে লোড হয়ে আসছিল লরিগুলি ৷ আজ 15 টি লরির চালককে আদালতে তোলা হবে ৷ তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।