হাওড়ার ব্যানার্জিবাবু, না হলে রায়বাবু বিজেপিতে আসছেন : সৌমিত্র খাঁ - সৌমিত্র খাঁ
🎬 Watch Now: Feature Video
"হয় হাওড়ার ব্যানার্জিবাবু, না হলে রায়বাবু বিজেপিতে আসছেন ৷" বললেন সৌমিত্র খাঁ । আত্মবিশ্বাসী বিজেপি নেতার কথায়, ডোমজুড় আগামী দিনে বড়সড় পালা বদল দেখবে । প্রসঙ্গত, রাজীব ব্যানার্জি ও অরূপ রায় তৃণমূল ছাড়তে পারেন বলে জলঘোলা চলছে ৷ সেই জল্পনাকেই উসকে দিলেন সৌমিত্র ৷ বুধবার মাকড়দহ থেকে ডোমজুড় পর্যন্ত একটি মিছিলে পা মেলান বিজেপির যুব মোর্চার সভাপতি । এরপর দলীয় সভায় বক্তৃতা দেন ৷ পরে সাংবাদিকদের বলেন, "আগামী দিনে হয় হাওড়ার ব্যানার্জিবাবু না হলে রায়বাবু বিজেপিতে যোগ দেবেন ৷ তবে, আর কারা কারা এবং কবে যোগদান অনুষ্ঠান হবে তা বলতে পারবেন সিনিয়র নেতারা ।" সৌমিত্র খাঁর দাবি, হাওড়ার দশজন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ৷