মোদির বিশ্বাসঘাতকতার জন্য ভুগছি : গুরুং - মোদির বিরুদ্ধে প্রচার করবই, বললেন বিমল গুরুং
🎬 Watch Now: Feature Video
"মোদির বিরুদ্ধে প্রচার করবই । আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে । বারো বছর ভুগেছি ।" মঙ্গলবার শিলিগুড়ির গুরুং বস্তিতে দলীয় সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যা বলেন তা করেন । আর প্রধানমন্ত্রী কেবল বলেন, কাজ করেন না ।" মঙ্গলবারের কর্মসূচিতে বিমল গুরুং ছাড়াও ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।