একুশে বিজেপি ক্ষমতায় এলে আমার দোষ নেই : আব্বাস সিদ্দিকি - আব্বাস সিদ্দিকি
🎬 Watch Now: Feature Video
"এই রাজ্যে বিজেপিকে পথ দেখিয়েছে তৃণমূল । তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে পারলে দেশের শত্রু বিজেপিকেও সরানো যাবে ৷ একুশের নির্বাচন জিতে বিজেপি ক্ষমতায় এলে আমার কোনও দোষ নেই ৷" মুর্শিদাবাদে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে বললেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি । তিনি অভিযোগ করে বলেন, "আমাকে সাম্প্রদায়িক দল বলে দেগে দিতে চাইছে ৷ তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস ভোটে দাঁড়াচ্ছে ভোট ভাগ হচ্ছে না, আব্বাস সিদ্দিকি ভোটে দাঁড়ালেই ভোট ভাগ হচ্ছে ৷" বুধবার পিরজাদা সাফ জানান, "বিজেপি ক্ষমতায় এলে আমার কোনও দোষ নেই । কারণ বিজেপি ইতিমধ্যে ক্ষমতায় চলে এসেছে ৷"