লকডাউনের জের, কমল হাওড়া ব্রিজ দিয়ে গাড়ির প্রবেশ - transport
🎬 Watch Now: Feature Video
লকডাউনের জেরে অনেকটাই কম হাওড়া ব্রিজে গাড়ি প্রবেশের সংখ্যা । রাজ্য সরকার লকডাউন ঘোষণার পর বিভিন্ন কারণ দেখিয়ে ব্রিজ পারাপারের চেষ্টা করে অনেক বাইক ও গাড়ি । যাদের বোঝাতে কার্যত বেগ পেতে হয় পুলিশকর্মীদের । তবে আজ, একমাত্র ছাড়পত্রের আওতায় থাকা গাড়িগুলিকেই চলাচল করতে দেখা গেল ব্রিজে ।