পুলকার নিয়ে স্কুল-অভিভাবকদের দায়িত্ব নিতে হবে, মত ঋষভের বাবার - পোলবা
🎬 Watch Now: Feature Video
পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশু দিব্যাংশ ভকত ও ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ SSKM-এ চিকিৎসাধীন দুই শিশুর বাবা গোপীনাথ ভকত ও সন্তোষ সিং জানান, তাঁদের বাচ্চারা আগে সুস্থ হয়ে উঠুক ৷ পরে দুর্ঘটনার কারণ নিয়ে চিন্তা করবেন ৷ ঋষভের বাবা সন্তোষ সিং বলেন, ‘‘বাচ্চারা আগে সুস্থ হয়ে উঠুক ৷ তবে এটুকু বুঝেছি, পুলকার চালকের যেমন দোষ আছে, তেমন আমাদের অভিভাবকদেরও দোষ আছে ৷’’ তাঁর মতে, স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে কড়া নজরদারি চালাতে হবে ৷ যে পুলকারগুলি চলে, তাদের অবস্থা কেমন, সঠিক কাগজ রয়েছে কি না তা ভালোভাবে পরীক্ষা করে দেখা উচিত ৷ পাশাপাশি অভিভাবক হিসেবে তাঁদেরকেও এই বিষয়ে দায়িত্ব নিতে হবে বলে জানান ঋষভের বাবা ৷