ফি না দিলে TC-র হুঁশিয়ারির অভিযোগ, দুর্গাপুরে বিক্ষোভ অভিভাবকদের - Gurdians aggitations in front of school
🎬 Watch Now: Feature Video
ফি না দিলে TC দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে । এরই প্রতিবাদে স্কুলগেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁরা জানান, কোভিড পরিস্থিতিতে রোজগার প্রায় বন্ধের মুখে । তাই অভিভাবকদের একটা বড় অংশ শুধুমাত্র টিউশন ফি দিতে রাজি। অন্য ফি দিতে নারাজ অভিভাবকরা ।
তাঁদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ফোন করে হুঁশিয়ারি দিয়েছে 3 তারিখের মধ্যে ফি না দিলে TC দেওয়া হবে । ফি দিতে নারাজ অভিভাবকরা বেশ কিছুক্ষণ স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান । প্রিন্সিপালকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। আশ্বাসের ভিত্তিতে প্রিন্সিপালকে স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় । অভিভাবকরা জানিয়েছেন, যতক্ষণ না পযন্ত তাঁদের কোনও আশ্বাস দেওয়া হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ।