ETV Bharat / state

নদীপথে বাংলাদেশ সীমান্ত পরির্দশনে রাজ্যপাল, ‘আমার গ্রাম’ কর্মসূচিতে খুশি বাসিন্দারা - GOVERNOR CV ANANDA BOSE

মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মুণ্ডাপাড়ার বাকরা ডোবের গ্রামে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখান থেকেই সূচনা করেন তাঁর ‘আমার গ্রাম’ কর্মসূচি ৷

GOVERNOR CV ANANDA BOSE
নদীপথে বাংলাদেশ সীমান্ত পরির্দশনে রাজ্যপাল, ‘আমার গ্রাম’ কর্মসূচিতে খুশি বাসিন্দারা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 19 hours ago

কলকাতা, 7 জানুয়ারি: ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মুণ্ডাপাড়ার বাকরা ডোবের গ্রাম থেকে এই কর্মসূচির সূচনা হয় ৷ সেখানে স্থানীয় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পাশাপাশি এলাকার মানুষের নানা সমস্যার কথাও শুনেছেন ৷ সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

2022 সালের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সম্প্রতি তাঁর পদে থাকার দু’বছর পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষ্যে তিনি একাধিক কর্মসূচি ঘোষণা করেন ৷ তার মধ্যেই ছিল ‘আমার গ্রাম’ ৷ যার আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার ৷

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

ইছামতী নদীর পাড়ে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত হিঙ্গলগঞ্জের এই গ্রাম থেকে এই কর্মসূচি হল ৷ রাজ্যপালের ইচ্ছা রাজ্যের অন্তত আড়াইশো-তিনশো গ্রামে এই কর্মসূচি করার ৷ এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ বাংলার চিত্রটা ঠিক কী, সেটাই জেনে নিতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

মঙ্গলবার তিনি বলেন, ‘‘একাধিক কারণে আজকে এখানে আসা । গ্রামের মানুষের সমস্যা, তাঁদের দাবিদাওয়া জানার জন্য এসেছিলাম । তাঁদের কথা শুনেছি । কেউ কেউ বলেন বাড়ি তৈরির কিস্তির টাকা পেতে সমস্যা আছে । কেউ কেউ নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ।"

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

এদিন বাকরা ডোবের গ্রামের বাসিন্দাদের কম্বল, মেডিসিন, বাচ্চাদের খেলার ব্যাট, মহিলাদের রান্নার সামগ্রী ইত্যাদি তুলে দেন রাজ্যপাল । এই সামগ্রী পেয়ে এলাকাবাসীও খুশিও । স্থানীয় বাঁকড়ার বাসিন্দা ফতেমা খাতুন, সালমা বেগম বলেন, "এরকম কর্মসূচি আগে কখনও হয়নি । বাচ্চারাও খুশি । আজকে আমাদের সামগ্রী দিয়েছে । বাচ্চাদের খেলার ব্যাট, স্কুল ব্যাগ দিয়েছে ।’’

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে অভিযোগ বারবার ওঠে, তা নিয়ে সম্প্রতি বিএসএফ-কে কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার বাংলাদেশের সীমান্তের কাছে বসে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "বিতর্কের বিষয় নেই । বিএসএফ দেশের নিরাপত্তায় দিনরাত এক করে কাজ করছে । আমরা যাতে ঘরে শান্তিপূর্ণ থাকতে পারি, তার জন্য তারা দিনরাত কাজ করছে ।"

বিএসএফের বিষয়ে বলতে শোনা গেল স্থানীয় বাসিন্দাদেরও ৷ তাঁরা বলেন, ‘‘বিএসএফের জন্য আমাদের কোনও সমস্যা হয় না । বরং, আমরা যখন রাস্তাঘাটে গরু, ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করলে তারা দাঁড়িয়ে যায় । কেউ বিপদে পড়লে সাহায্য করে ।"

কলকাতা, 7 জানুয়ারি: ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মুণ্ডাপাড়ার বাকরা ডোবের গ্রাম থেকে এই কর্মসূচির সূচনা হয় ৷ সেখানে স্থানীয় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পাশাপাশি এলাকার মানুষের নানা সমস্যার কথাও শুনেছেন ৷ সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

2022 সালের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সম্প্রতি তাঁর পদে থাকার দু’বছর পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষ্যে তিনি একাধিক কর্মসূচি ঘোষণা করেন ৷ তার মধ্যেই ছিল ‘আমার গ্রাম’ ৷ যার আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার ৷

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

ইছামতী নদীর পাড়ে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত হিঙ্গলগঞ্জের এই গ্রাম থেকে এই কর্মসূচি হল ৷ রাজ্যপালের ইচ্ছা রাজ্যের অন্তত আড়াইশো-তিনশো গ্রামে এই কর্মসূচি করার ৷ এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ বাংলার চিত্রটা ঠিক কী, সেটাই জেনে নিতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

মঙ্গলবার তিনি বলেন, ‘‘একাধিক কারণে আজকে এখানে আসা । গ্রামের মানুষের সমস্যা, তাঁদের দাবিদাওয়া জানার জন্য এসেছিলাম । তাঁদের কথা শুনেছি । কেউ কেউ বলেন বাড়ি তৈরির কিস্তির টাকা পেতে সমস্যা আছে । কেউ কেউ নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ।"

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

এদিন বাকরা ডোবের গ্রামের বাসিন্দাদের কম্বল, মেডিসিন, বাচ্চাদের খেলার ব্যাট, মহিলাদের রান্নার সামগ্রী ইত্যাদি তুলে দেন রাজ্যপাল । এই সামগ্রী পেয়ে এলাকাবাসীও খুশিও । স্থানীয় বাঁকড়ার বাসিন্দা ফতেমা খাতুন, সালমা বেগম বলেন, "এরকম কর্মসূচি আগে কখনও হয়নি । বাচ্চারাও খুশি । আজকে আমাদের সামগ্রী দিয়েছে । বাচ্চাদের খেলার ব্যাট, স্কুল ব্যাগ দিয়েছে ।’’

Governor CV Ananda Bose
হিঙ্গলগঞ্জের বাকরা ডোবের গ্রামে ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (নিজস্ব চিত্র)

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে অভিযোগ বারবার ওঠে, তা নিয়ে সম্প্রতি বিএসএফ-কে কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার বাংলাদেশের সীমান্তের কাছে বসে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "বিতর্কের বিষয় নেই । বিএসএফ দেশের নিরাপত্তায় দিনরাত এক করে কাজ করছে । আমরা যাতে ঘরে শান্তিপূর্ণ থাকতে পারি, তার জন্য তারা দিনরাত কাজ করছে ।"

বিএসএফের বিষয়ে বলতে শোনা গেল স্থানীয় বাসিন্দাদেরও ৷ তাঁরা বলেন, ‘‘বিএসএফের জন্য আমাদের কোনও সমস্যা হয় না । বরং, আমরা যখন রাস্তাঘাটে গরু, ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করলে তারা দাঁড়িয়ে যায় । কেউ বিপদে পড়লে সাহায্য করে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.