কলকাতা, 7 জানুয়ারি: ‘আমার গ্রাম’ কর্মসূচির সূচনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের মুণ্ডাপাড়ার বাকরা ডোবের গ্রাম থেকে এই কর্মসূচির সূচনা হয় ৷ সেখানে স্থানীয় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যপাল ৷ পাশাপাশি এলাকার মানুষের নানা সমস্যার কথাও শুনেছেন ৷ সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি ৷
2022 সালের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিযুক্ত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সম্প্রতি তাঁর পদে থাকার দু’বছর পূর্ণ হয়েছে ৷ সেই উপলক্ষ্যে তিনি একাধিক কর্মসূচি ঘোষণা করেন ৷ তার মধ্যেই ছিল ‘আমার গ্রাম’ ৷ যার আনুষ্ঠানিক সূচনা হল মঙ্গলবার ৷
ইছামতী নদীর পাড়ে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত হিঙ্গলগঞ্জের এই গ্রাম থেকে এই কর্মসূচি হল ৷ রাজ্যপালের ইচ্ছা রাজ্যের অন্তত আড়াইশো-তিনশো গ্রামে এই কর্মসূচি করার ৷ এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ বাংলার চিত্রটা ঠিক কী, সেটাই জেনে নিতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
মঙ্গলবার তিনি বলেন, ‘‘একাধিক কারণে আজকে এখানে আসা । গ্রামের মানুষের সমস্যা, তাঁদের দাবিদাওয়া জানার জন্য এসেছিলাম । তাঁদের কথা শুনেছি । কেউ কেউ বলেন বাড়ি তৈরির কিস্তির টাকা পেতে সমস্যা আছে । কেউ কেউ নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ।"
এদিন বাকরা ডোবের গ্রামের বাসিন্দাদের কম্বল, মেডিসিন, বাচ্চাদের খেলার ব্যাট, মহিলাদের রান্নার সামগ্রী ইত্যাদি তুলে দেন রাজ্যপাল । এই সামগ্রী পেয়ে এলাকাবাসীও খুশিও । স্থানীয় বাঁকড়ার বাসিন্দা ফতেমা খাতুন, সালমা বেগম বলেন, "এরকম কর্মসূচি আগে কখনও হয়নি । বাচ্চারাও খুশি । আজকে আমাদের সামগ্রী দিয়েছে । বাচ্চাদের খেলার ব্যাট, স্কুল ব্যাগ দিয়েছে ।’’
বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যে অভিযোগ বারবার ওঠে, তা নিয়ে সম্প্রতি বিএসএফ-কে কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার ৷ মঙ্গলবার বাংলাদেশের সীমান্তের কাছে বসে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "বিতর্কের বিষয় নেই । বিএসএফ দেশের নিরাপত্তায় দিনরাত এক করে কাজ করছে । আমরা যাতে ঘরে শান্তিপূর্ণ থাকতে পারি, তার জন্য তারা দিনরাত কাজ করছে ।"
বিএসএফের বিষয়ে বলতে শোনা গেল স্থানীয় বাসিন্দাদেরও ৷ তাঁরা বলেন, ‘‘বিএসএফের জন্য আমাদের কোনও সমস্যা হয় না । বরং, আমরা যখন রাস্তাঘাটে গরু, ছাগল নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করলে তারা দাঁড়িয়ে যায় । কেউ বিপদে পড়লে সাহায্য করে ।"