ETV Bharat / state

বাণিজ্যিক কাজে ব্যবহার আলিপুর চিড়িয়াখানার জমি ! শুভেন্দুকে প্রতিবাদ মিছিলের অনুমতি হাইকোর্টের - CALCUTTA HIGH COURT

আলিপুর চিড়িয়াখানার জমিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিল কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
শুভেন্দুকে প্রতিবাদ মিছিলের অনুমতি হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 20 hours ago

কলকাতা, 8 জানুয়ারি: আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে 9 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি ৷ সেই মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সরোবর থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি জানিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি । অভিযোগ, আলিপুর চিড়িয়াখানাকে বেসরকারি ব্যবসার কাজে ব্যবহার করতে চায় রাজ্য সরকার । 9 জানুয়ারি বেলা একটায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয় ।

সেই আবেদনের শুনানিতে বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে । মিছিল পিটিএস হয়ে চিড়িয়াখানার সামনে দিয়ে গিয়ে ন্যাশনাল লাইব্রেরির সামনে শেষ হবে । বেলা 12টা থেকে শুরু করে বিকেল তিনটের মধ্যে শেষ করতে হবে মিছিল ৷ মিছিলে এক হাজার লোক সামিল হতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি । জানা গিয়েছে, এই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আলিপুর চিড়িয়াখানার উলটোদিকে চিড়িয়াখানার জমিতে পিপিপি মডেলে বেসরকারি প্রতিষ্ঠানকে বরাত দেওয়া হচ্ছে, যেখানে বহুতল নির্মাণ করে একটা ফ্লোরে থাকবে সরকারি জিনিসপত্র বিক্রির স্টল আর অন্যগুলোতে বেসরকারি ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা করতে পারবেন । এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।ভারতীয় জনতা পার্টি এবার এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেওয়ায় তার অনুমতি পেল আদালত থেকে ।

কলকাতা, 8 জানুয়ারি: আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে 9 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি ৷ সেই মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সরোবর থেকে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি জানিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি । অভিযোগ, আলিপুর চিড়িয়াখানাকে বেসরকারি ব্যবসার কাজে ব্যবহার করতে চায় রাজ্য সরকার । 9 জানুয়ারি বেলা একটায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয় ।

সেই আবেদনের শুনানিতে বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে । মিছিল পিটিএস হয়ে চিড়িয়াখানার সামনে দিয়ে গিয়ে ন্যাশনাল লাইব্রেরির সামনে শেষ হবে । বেলা 12টা থেকে শুরু করে বিকেল তিনটের মধ্যে শেষ করতে হবে মিছিল ৷ মিছিলে এক হাজার লোক সামিল হতে পারে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি । জানা গিয়েছে, এই মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আলিপুর চিড়িয়াখানার উলটোদিকে চিড়িয়াখানার জমিতে পিপিপি মডেলে বেসরকারি প্রতিষ্ঠানকে বরাত দেওয়া হচ্ছে, যেখানে বহুতল নির্মাণ করে একটা ফ্লোরে থাকবে সরকারি জিনিসপত্র বিক্রির স্টল আর অন্যগুলোতে বেসরকারি ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা করতে পারবেন । এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি ।ভারতীয় জনতা পার্টি এবার এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নেওয়ায় তার অনুমতি পেল আদালত থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.