ETV Bharat / state

হাজিরা এড়ালেন অর্জুন-পবন, পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি প্রাক্তন সাংসদের - ARJUN SINGH AVOIDS SUMMON

ব্যারাকপুর কমিশনরেট ও সিআইডি'র তলবে সাড়া দিলেন না অর্জুন সিং ও তাঁর ছেলে পবন । অন্য যুক্তি খাড়া করে হাজিরা এড়ালেন বাবা-ছেলে ।

ETV BHARAT
হাজিরা এড়ালেন অর্জুন ও পবন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 3:10 PM IST

ব‍্যারাকপুর, 8 জানুয়ারি: ব‍্যারাকপুর কমিশনারেট ও সিআইডির তলবে সাড়া দিলেন না প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর বিধায়ক-পুত্র পবন সিং ।পৃথক দুটি মামলায় আজই ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও সিআইডি'র ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল বাবা-ছেলের । কিন্তু শারীরিক অসুস্থতা এবং অন্য একটি মামলায় সাক্ষ‍্য থাকার কারণ শেষ পর্যন্ত ব‍্যারাকপুর কমিশনারেট ও সিআইডির তলব এড়িয়ে গেলেন অর্জুন-পবন, দু'জনেই ।

সূত্রের খবর, প্রাক্তন সাংসদ ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক সংশ্লিষ্ট দফতরে ইমেল মারফত চিঠি দিয়ে সময় চেয়ে নিয়েছেন । সেই সঙ্গে অর্জুন-পুত্র তলবের সময় ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে । নোটিশে দুপুর সাড়ে বারোটার পরিবর্তে রাত সাড়ে বারোটায় তলব করার সময় লেখা থাকায় বিতর্ক দানা বেঁধেছে । যা নিয়ে তৃণমূল সরকারের 'দলদাস' পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে তাঁদের রীতিমতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷

হাজিরা এড়ালেন অর্জুন-পবন (নিজস্ব ভিডিয়ো)

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে । 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি । সেই সময় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভুয়ো ওয়ার্ক অর্ডার দিয়ে তিনি কোটি কোটি টাকা তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে ছিলেন ।

এছাড়া তাঁর ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে-কে তিনি বিতর্কিত একটি জমি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ । সেই জমিতে পুরসভা এবং প্রিয়াঙ্গু'র যৌথ উদ্যোগে নির্মাণ কাজ করার কথা থাকলেও তা হয়নি বলেও অভিযোগ উঠেছে । এই আর্থিক দুর্নীতি নিয়ে পরবর্তী সময়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয় তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে । সেই মামলায় তদন্ত শুরু করেছে ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ।

ETV BHARAT
রাত 12.30টায় তলবে বিতর্ক (নিজস্ব চিত্র)

অন‍্যদিকে,পুরনো একটি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অর্জুন-পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের বিরুদ্ধে ।সেই পৃথক দুটি মামলায় অর্জুন সিং ও তাঁর বিধায়ক পুত্র পবনকে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । অর্জুনকে ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় এদিন দুপুর বারোটা নাগাদ ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে বলা হয়েছিল।

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ অন্য একটি মামলায় অর্জুন-পুত্র পবনকে সিআইডি'র ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল । সোমবার রাতেই ই-মেল মারফত হাজিরার সেই নোটিশ পৌঁছে গিয়েছিল বাবা-ছেলে, দু'জনের কাছেই । কিন্তু,পবনের তলব নোটিশে 12টা 30 পিএম লেখা থাকার পরিবর্তে রয়েছে 12টা 30 এএম ! অর্থাৎ নোটিশে যা লেখা রয়েছে তাতে রাত সাড়ে বারোটায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । যা ঘিরেই বিতর্ক চরমে উঠেছে ।

এই বিষয়ে ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, "নোটিশে দুপুর সাড়ে বারোটার পরিবর্তে কেন রাত সাড়ে বারোটায় তলব করার কথাটি লেখা হল তা ঠিক জানা নেই আমার । হতে পারে ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে। তবে, সিআইডি দফতরে আজ আমি হাজিরা দিতে পারব না । কারণ ব‍্যাঙ্কশাল কোর্টে অন্য একটি মামলায় যেতে হবে । আজই আমি সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিচ্ছি । যাতে অন‍্য কোনও একদিন আমাকে তলব করে সিআইডি ।"

এদিকে, নোটিশে সময় 'বিভ্রাট' নিয়ে পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং । তিনি বলেন,"আমি ও আমার ছেলে যেহেতু বিরোধী দলের রাজনীতি করি, সেই কারণে আমাদের মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে । তবে, এসব নিয়ে আমরা চিন্তিত নই ! দলদাস হয়ে কাজ করতে করতে পুলিশের এটুকু জ্ঞান নেই, কোন সময়ে পিএম হয় । আর কোন সময়ে এএম হয় । আইন-কানুন সব তাঁরা ভুল গিয়েছে । তবে, এসব যাঁরা করছেন, সেই পুলিশ প্রশাসনকে বলছি, সরকার যেদিন পালটাবে, সেদিন কিন্তু আমরা ছেড়ে দেব না । অবসর নেওয়ার পরেও তাঁদের পালটা তলব করব । এটা কোনও হুঁশিয়ারি নয়, করে দেখাব ।"

ব‍্যারাকপুর, 8 জানুয়ারি: ব‍্যারাকপুর কমিশনারেট ও সিআইডির তলবে সাড়া দিলেন না প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও তাঁর বিধায়ক-পুত্র পবন সিং ।পৃথক দুটি মামলায় আজই ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও সিআইডি'র ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল বাবা-ছেলের । কিন্তু শারীরিক অসুস্থতা এবং অন্য একটি মামলায় সাক্ষ‍্য থাকার কারণ শেষ পর্যন্ত ব‍্যারাকপুর কমিশনারেট ও সিআইডির তলব এড়িয়ে গেলেন অর্জুন-পবন, দু'জনেই ।

সূত্রের খবর, প্রাক্তন সাংসদ ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক সংশ্লিষ্ট দফতরে ইমেল মারফত চিঠি দিয়ে সময় চেয়ে নিয়েছেন । সেই সঙ্গে অর্জুন-পুত্র তলবের সময় ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে । নোটিশে দুপুর সাড়ে বারোটার পরিবর্তে রাত সাড়ে বারোটায় তলব করার সময় লেখা থাকায় বিতর্ক দানা বেঁধেছে । যা নিয়ে তৃণমূল সরকারের 'দলদাস' পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে তাঁদের রীতিমতো দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷

হাজিরা এড়ালেন অর্জুন-পবন (নিজস্ব ভিডিয়ো)

ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে । 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি । সেই সময় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভুয়ো ওয়ার্ক অর্ডার দিয়ে তিনি কোটি কোটি টাকা তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে ছিলেন ।

এছাড়া তাঁর ঘনিষ্ঠ নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে-কে তিনি বিতর্কিত একটি জমি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ । সেই জমিতে পুরসভা এবং প্রিয়াঙ্গু'র যৌথ উদ্যোগে নির্মাণ কাজ করার কথা থাকলেও তা হয়নি বলেও অভিযোগ উঠেছে । এই আর্থিক দুর্নীতি নিয়ে পরবর্তী সময়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয় তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে । সেই মামলায় তদন্ত শুরু করেছে ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ।

ETV BHARAT
রাত 12.30টায় তলবে বিতর্ক (নিজস্ব চিত্র)

অন‍্যদিকে,পুরনো একটি মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অর্জুন-পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের বিরুদ্ধে ।সেই পৃথক দুটি মামলায় অর্জুন সিং ও তাঁর বিধায়ক পুত্র পবনকে বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । অর্জুনকে ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় এদিন দুপুর বারোটা নাগাদ ব‍্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে বলা হয়েছিল।

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ অন্য একটি মামলায় অর্জুন-পুত্র পবনকে সিআইডি'র ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল । সোমবার রাতেই ই-মেল মারফত হাজিরার সেই নোটিশ পৌঁছে গিয়েছিল বাবা-ছেলে, দু'জনের কাছেই । কিন্তু,পবনের তলব নোটিশে 12টা 30 পিএম লেখা থাকার পরিবর্তে রয়েছে 12টা 30 এএম ! অর্থাৎ নোটিশে যা লেখা রয়েছে তাতে রাত সাড়ে বারোটায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে । যা ঘিরেই বিতর্ক চরমে উঠেছে ।

এই বিষয়ে ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, "নোটিশে দুপুর সাড়ে বারোটার পরিবর্তে কেন রাত সাড়ে বারোটায় তলব করার কথাটি লেখা হল তা ঠিক জানা নেই আমার । হতে পারে ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে। তবে, সিআইডি দফতরে আজ আমি হাজিরা দিতে পারব না । কারণ ব‍্যাঙ্কশাল কোর্টে অন্য একটি মামলায় যেতে হবে । আজই আমি সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিচ্ছি । যাতে অন‍্য কোনও একদিন আমাকে তলব করে সিআইডি ।"

এদিকে, নোটিশে সময় 'বিভ্রাট' নিয়ে পুলিশ প্রশাসনকে একহাত নিয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং । তিনি বলেন,"আমি ও আমার ছেলে যেহেতু বিরোধী দলের রাজনীতি করি, সেই কারণে আমাদের মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে । তবে, এসব নিয়ে আমরা চিন্তিত নই ! দলদাস হয়ে কাজ করতে করতে পুলিশের এটুকু জ্ঞান নেই, কোন সময়ে পিএম হয় । আর কোন সময়ে এএম হয় । আইন-কানুন সব তাঁরা ভুল গিয়েছে । তবে, এসব যাঁরা করছেন, সেই পুলিশ প্রশাসনকে বলছি, সরকার যেদিন পালটাবে, সেদিন কিন্তু আমরা ছেড়ে দেব না । অবসর নেওয়ার পরেও তাঁদের পালটা তলব করব । এটা কোনও হুঁশিয়ারি নয়, করে দেখাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.