Goverment English Medium School in Sodepur : রাজ্য সরকারের উদ্যোগে সোদপুরে চালু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল - goverment english medium school is starting in sodepur
🎬 Watch Now: Feature Video
জাতীয় শিক্ষা নীতির সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে বাংলা মাধ্যমের সঙ্গে সঙ্গে জোর দিতে হবে ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির ক্ষেত্রেও এবং সেই স্কুল সরকারি মালিকানায় নির্মিত হলে স্বাভাবিক ভাবেই উপকৃত হবে বহু ছাত্র ছাত্রী (West Bengal Goverment is starting a english medium school in sodepur)৷ এবার সেই লক্ষ্যপূরণের জন্য রাজ্য সরকারের উদ্যোগে স্থানীয় বিধায়ক ও সাংসদ তহবিলের টাকায় সোদপুরের অমরাবতী এলাকায় চালু হতে চলেছে আধুনিক মানের একটি উচ্চ বিদ্যালয় ৷ পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হবে মূলত ইংরেজি মাধ্যমেই৷ একাদশ-দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন হবে বাংলা, ইংরেজি ও হিন্দি মাধ্যমে ৷ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, আপাতত নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷