মুখ্যমন্ত্রীর পাড়া থেকে শুরু BJP-র গান্ধি সংকল্প যাত্রা - ভবানীপুর
🎬 Watch Now: Feature Video
রাজ্যজুড়ে গতকাল থেকে শুরু হয়েছে BJP-র গান্ধি সংকল্পযাত্রা ৷ BJP-র 38 টি সাংগঠনিক জেলায় এই যাত্রা চলবে ৷ BJP-র সহ সভাপতি চন্দ্রকুমার বোসের নেতৃত্বে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ভবানীপুর থেকে এই কর্মসূচি শুরু হয় ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি মোহন রায় ও BJP নেতা শঙ্কুদেব পণ্ডা ৷