ভালো মেজাজে আছেন, সৌরভের সঙ্গে দেখার করার পর জানালেন ফিরহাদ - সৌরভ গঙ্গোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
সৌরভকে দেখতে আজ হাসপাতালে যান পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম । সৌরভের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি । এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "ওঁর সঙ্গে কথা হল । একটা স্টেন্ট বসেছে । ডাক্তাররা পরীক্ষা করছেন । আরও কিছু চিকিৎসার প্রয়োজন আছে । কিন্তু এখন খুব ভালো মেজাজে আছেন সৌরভ ।" সেইসঙ্গে মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি । আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । ট্রিপিল ভেসেল ডিজ়িজ়ে ভুগছেন সৌরভ । 5 চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে । অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে । আপাতত ভালো আছেন মহারাজ ।