কোর্টের রায় মেনে বিকল্প ব্যবস্থার আশ্বাস ফিরহাদের - Chhat Puja
🎬 Watch Now: Feature Video
জাতীয় পরিবেশ আদালতের রায়কে মান্যতা দিল সুপ্রিম কোর্ট । এর আগে হাইকোর্ট জাতীয় পরিবেশ আদালতের পক্ষেই রায় দিয়েছিল । আদালতের নির্দেশে এ বছরও সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না । সেইমতো KMDA রবীন্দ্র সরোবরকে টিন দিয়ে ছেড়ে দিচ্ছে । আগামীকাল থেকে শনিবার দুপুর 3 টে পর্যন্ত সিল করে দেওয়া হচ্ছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর । কোর্টের নির্দেশ মেনে চলবে প্রশাসন । জানালেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন, "শহরের বিভিন্ন প্রান্তে একাধিক ঘাট তৈরি করেছে KMDA ও কলকাতা পৌরনিগম । বিভিন্ন এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে । সাধারণ মানুষের কাছে প্রশাসনের থেকে বারবার আবেদন জানানো হয়েছে, তারা যেন এই কৃত্রিম জলাশয়গুলিকে ব্যবহার করেন । গঙ্গার ঘাটগুলিকে প্রস্তুত করা হয়েছে ছটপুজোর জন্য ।"