সোনারপুরে বহুতলে আগুন - fire incident at sonarpur
🎬 Watch Now: Feature Video
সোনারপুরের হরিণাভি এলাকার এক বহুতলে আগুন লাগে । আজ দুপুরে ঘটনাটি ঘটেছে । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে একটি ইঞ্জিন আসে । প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই, ক্ষতির পরিমাণ স্পষ্ট নয় । দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে । তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ ।