কলকাতা, 12 জানুয়ারি: পূর্ব রেলের জারি করা নির্দেশিকা অনুযায়ী মকর সংক্রান্তির দিন কলকাতায় চক্র রেল পরিষেবা নিয়ন্ত্রিত বা সংক্ষিপ্ত করার কথা জানানো হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, রাজ্য প্রশাসনের অনুরোধে পূর্ব রেল শিয়ালদহ বিভাগে 14 জানুয়ারি মঙ্গলবার গঙ্গায় পুণ্যার্থীদের পবিত্র স্নান উপলক্ষে চক্র রেল পরিষেবাগুলি নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে। সংক্ষিপ্ত করা হচ্ছে একাধিক ট্রেনের রুট ৷ এর মাধ্যমে ভক্তদের ভিড় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ নির্দেশিকাতে এমনটাই জানিয়েছে পূর্ব রেল। নির্দেশিকা অনুযায়ী, ওই দিনগুলিতে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
15 জানুয়ারি মঙ্গলবার চক্র রেলের চারটি ইএমইউ লোকাল ট্রেন যথাক্রমে 30322, 30128, 30328 ও 30346 কলকাতা স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে।
এছাড়া, চারটি চক্র রেলের ইএমইউ লোকাল ট্রেন 30145, 30121, 30333 ও 30311 কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। চক্র রেলের অপর একটি ইএমইউ লোকাল ট্রেন (৩০৩৪৪) বারাসাত পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে।
পাশাপাশি, চক্র রেলের একটি ইএমইউ লোকাল ট্রেন (30142) কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুট দিয়ে মাঝেরহাটে ঘুরে যাবে। ওই দিন একটি ইএমইউ লোকাল ট্রেন 30511 বালিগঞ্জ স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে। অপর একটি ইএমইউ লোকাল ট্রেন (30712) বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
এছাড়া, একটি ইএমইউ লোকাল ট্রেন 30342 ঘুরপথে বালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত রুটে যাত্রা করবে। অপর একটি ইএমইউ লোকাল ট্রেন 30321 বালিগঞ্জ থেকে শুরু হয়ে বালিগঞ্জ জংশন – কাঁকুড়গাছি রোডের মধ্যে চলাচল করবে। এর পাশাপাশি, চক্র রেলের সাতটি ইএমইউ লোকাল ট্রেন 30412, 30411, 30351, 31223, 30113, 30116 এবং 31242 বাতিল থাকবে।