ETV Bharat / business

পোস্ট অফিসে হ্যাকার হানা ! PAN কার্ডের মাধ্যমে মানুষের সঞ্চয় লুঠের আশঙ্কা - PAN CARD SCAM ALERT

সাইবার অপরাধীরা এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের সঞ্চিত অর্থের দিকে হাত বাড়িয়েছে ৷ PAN কার্ডের মাধ্যমে এই ধরনের প্রতারণার চেষ্টা করা হচ্ছে ।

PAN Scam Alert IPPB
PAN কার্ডের মাধ্যমে পোস্ট অফিসে হ্যাকার হানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2025, 10:40 AM IST

হায়দরাবাদ, 12 জানুয়ারি: পোস্ট অফিসে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অবিলম্বে সতর্ক হওয়া জরুরি ! কারণ, সাইবার অপরাধীদের নজর এবার পোস্ট অফিসে আপনার কষ্টার্জিত জমা টাকার উপর পড়েছে । অনেক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহক প্যান কার্ড আপডেট করার মেসেজ পাচ্ছেন । এটি আসলে প্যান কার্ডের মাধ্যমে পোস্ট অফিসে মানুষের জমা টাকা লুঠ করে নেওয়ার ষড়যন্ত্র । তাই কেন্দ্র সরকার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে ৷ পাশাপাশি, সাইবার অপরাধীদের হাত থেকে পোস্ট অফিসে কষ্টার্জিত জমা টাকা বাঁচানোর উপায়ও বাতলে দিয়েছে । চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

কীভাবে সাইবার অপরাধীরা পোস্ট অফিসে জমা টাকা লুঠ করছে?

সাইবার অপরাধীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকদের কাছে মেসেজ পাঠিয়ে দাবি করছে যে, প্যান কার্ড আপডেট না হওয়ার কারণে তাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে । ওই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্যান কার্ড আপডেট করিয়ে নিলেই ফের অ্যাকাউন্ট সক্রিয় করে দেওয়া হবে ৷ কিন্তু, এই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ৷

সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর 'ফ্যাক্ট চেক' দল প্যান কার্ড আপডেট করার এই বার্তা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেছে ৷ পিআইবি জানিয়েছে, পোস্ট অফিসের গ্রাহকদের কাছে প্যান কার্ড আপডেট করার জন্য যে মেসেজগুলি আসছে, সেগুলি জাল ৷ ফ্যাক্ট টিম দাবি করেছে, ইন্ডিয়া পোস্ট কখনওই এই ধরনের মেসেজ পাঠায় না ৷

PAN Scam Alert IPPB
জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ (ইটিভি ভারত)

জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ:

এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ, সাইবার জালিয়াতি এড়াতে পাসওয়ার্ড নিয়মিত আপডেট করা উচিত। এছাড়াও, ভুয়া কাস্টমার কেয়ার নম্বর থেকে আসা কল এবং মেসেজগুলি উপেক্ষা করা উচিত। সর্বজনীন Wi-Fi এড়িয়ে চলা উচিত এবং ব্যাঙ্কের নামে পাঠানো মেসেজগুলির সত্যতা যাচাই করা জরুরি৷ সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই উচিত৷

আরও পড়ুন
হ্যাকারদের নজরে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জরুরি সতর্কতা EPFO-র
পোস্ট অফিসে 5000 টাকা করে জমিয়ে পাবেন 8.5 লাখ ! দ্রুত বাড়বে সঞ্চয়

হায়দরাবাদ, 12 জানুয়ারি: পোস্ট অফিসে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অবিলম্বে সতর্ক হওয়া জরুরি ! কারণ, সাইবার অপরাধীদের নজর এবার পোস্ট অফিসে আপনার কষ্টার্জিত জমা টাকার উপর পড়েছে । অনেক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহক প্যান কার্ড আপডেট করার মেসেজ পাচ্ছেন । এটি আসলে প্যান কার্ডের মাধ্যমে পোস্ট অফিসে মানুষের জমা টাকা লুঠ করে নেওয়ার ষড়যন্ত্র । তাই কেন্দ্র সরকার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে ৷ পাশাপাশি, সাইবার অপরাধীদের হাত থেকে পোস্ট অফিসে কষ্টার্জিত জমা টাকা বাঁচানোর উপায়ও বাতলে দিয়েছে । চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

কীভাবে সাইবার অপরাধীরা পোস্ট অফিসে জমা টাকা লুঠ করছে?

সাইবার অপরাধীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) গ্রাহকদের কাছে মেসেজ পাঠিয়ে দাবি করছে যে, প্যান কার্ড আপডেট না হওয়ার কারণে তাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে । ওই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্যান কার্ড আপডেট করিয়ে নিলেই ফের অ্যাকাউন্ট সক্রিয় করে দেওয়া হবে ৷ কিন্তু, এই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ৷

সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর 'ফ্যাক্ট চেক' দল প্যান কার্ড আপডেট করার এই বার্তা সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেছে ৷ পিআইবি জানিয়েছে, পোস্ট অফিসের গ্রাহকদের কাছে প্যান কার্ড আপডেট করার জন্য যে মেসেজগুলি আসছে, সেগুলি জাল ৷ ফ্যাক্ট টিম দাবি করেছে, ইন্ডিয়া পোস্ট কখনওই এই ধরনের মেসেজ পাঠায় না ৷

PAN Scam Alert IPPB
জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ (ইটিভি ভারত)

জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ:

এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে গ্রাহকদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পরামর্শ, সাইবার জালিয়াতি এড়াতে পাসওয়ার্ড নিয়মিত আপডেট করা উচিত। এছাড়াও, ভুয়া কাস্টমার কেয়ার নম্বর থেকে আসা কল এবং মেসেজগুলি উপেক্ষা করা উচিত। সর্বজনীন Wi-Fi এড়িয়ে চলা উচিত এবং ব্যাঙ্কের নামে পাঠানো মেসেজগুলির সত্যতা যাচাই করা জরুরি৷ সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই উচিত৷

আরও পড়ুন
হ্যাকারদের নজরে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জরুরি সতর্কতা EPFO-র
পোস্ট অফিসে 5000 টাকা করে জমিয়ে পাবেন 8.5 লাখ ! দ্রুত বাড়বে সঞ্চয়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.