কলকাতা, 12 জানুয়ারি: বঙ্গে শীতের দাপট কমতে চলেছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাতাসে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আংশিক মেঘলা আকাশের কারণে রাতে বাড়বে তাপমাত্রা ৷ মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ তবে পৌষ সংক্রান্তির শেষে বঙ্গে শীত ফেরার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷
ঠান্ডা কম অনুভব হলেও কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে ৷ দৃশ্যমানতা 50 মিটার বা তার নীচে নেমে আসতে পারে । দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে, রবিবার ও সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও ৷ রবিবার উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলায় । বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারে নীচে থাকবে ।
আবহাওয়াবিদদের মতে, শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে । পশ্চিম থেকে পূর্বমুখী ঝোড়ো হাওয়ার (জেট স্ট্রিম উইন্ড) দাপট রয়েছে উত্তর ভারতে । ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায় । এছাড়াও, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এর ফলে সোমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷
উত্তরবঙ্গের পাশাপাশি রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই । কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় । কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা । আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ভোর কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে ৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.6 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 88 শতাংশ ও সর্বনিম্ন 52 শতাংশ ।