বাবা জুটমিল শ্রমিক , মা ঠোঙা তৈরি করেন ; উচ্চমাধ্যমিকে চতুর্থ মগরার কমল - kamal das
🎬 Watch Now: Feature Video
বাবা জুটমিল শ্রমিক । মা ঠোঙা তৈরি করেন । এই প্রতিকূলতার মধ্যেই 492 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে চতুর্থ মগরার কমল দাস । কমলের ইচ্ছা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার । কমল বলে, " এই রেজাল্টের জন্য আমার বাবা মা-র অবদান সবচেয়ে বেশি । বাবা কষ্ট করে আমায় পড়িয়েছে । আমার শিক্ষকদের অবদানও কম নয় । এটাই আমার পুরস্কার তাদেরকে । এই বছর জয়েন্ট দিয়েছি । ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে । "
ছেলের প্রত্যাশা পূরণে কাউকে পাশে পেলে চির কৃতজ্ঞ থাকবে বাবা কানাই দাস ।