গৃহবন্দি শতাধিক পরিবার, দুর্গাপুর 34 নম্বর ওয়ার্ড যেন বানভাসি - Durgapur
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর নগর নিগমের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা আবারও বেরিয়ে এল তিনদিনের বৃষ্টিপাতে। দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের শতাধিক বাড়িতে বৃহস্পতিবার রাত থেকে জল ঢুকতে শুরু করে। কার্যত গৃহবন্দি 100টির বেশি পরিবার । এলাকাবাসীর অভিযোগ, কেউ কোনও খোঁজ রাখেনি, কোনও ত্রাণসামগ্রী তাঁদের কাছে এসে পৌঁছায়নি । এমনকি এই এলাকার কাউন্সিলর রবীন্দ্র রামের দেখা পর্যন্ত পাননি স্থানীয় বাসিন্দারা, এমনটাই অভিযোগ । রাস্তাঘাট থেকে বাড়িঘর সমস্ত কিছুই জলে ডুবে গিয়েছে । ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।