Duare Ration : মহিষাদলে শুরু দুয়ারে রেশনের পরীক্ষামূলক কর্মসূচি, খুশি গ্রাহকরা - Mahishadal
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো 15 সেপ্টেম্বর বুধবার থেকে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন কর্মসূচি শুরু হল ৷ এদিন পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে দুয়ারে রেশন কর্মসূচির সূচনা করেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ মণ্ডল-সহ লক্ষ্যা-2 গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা মাইতি, উপপ্রধান সুদর্শন মাইতি ও অন্যরা ৷ এদিন দুয়ারে রেশন কর্মসূচিতে এসে বিডিও যোগেশ মণ্ডল স্থানীয় বাসিন্দাদের বলেন, কীভাবে তাঁরা এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বসেই রেশন পাবেন ৷ এই প্রকল্পে খুশি স্থানীয় মানুষ ৷