Gangasagar mela 2022 : আকাশ থেকে নামছে বারিধারা, গঙ্গাসাগরে ড্রোন উড়িয়ে চলছে স্নান - drone to shower water among pilgrims at gangasagar mela amid covid cases surge
🎬 Watch Now: Feature Video
কোভিড পরিস্থিতিতেও হচ্ছে গঙ্গাসাগর মেলা (gangasagar mela 2022) ৷ তাই মকর সংক্রান্তির পুণ্যস্নানে অভিনব ব্যবস্থা দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের ৷ ড্রোন উড়িয়ে জল ছিটিয়ে পুণ্যার্থীদের স্নানের ব্যবস্থা করা হয়েছে ৷ এছাড়া রয়েছে অফলাইন ই-স্নানের ব্যবস্থা ৷ অত্যাধুনিক এই ড্রোনে 15 লিটার জল বহনের ক্ষমতা রয়েছে (Drone to Shower Water ) ৷ ই-স্নানের কাউন্টার থেকে জলের ঘটি নিয়ে পাশের কাউন্টারে গিয়ে মাথায় জল ঢালছেন গঙ্গাসাগরে আসা মানুষজন ৷ এই দু‘টি ব্যবস্থাই ভীষণ মনে ধরেছে ভিন রাজ্য থেকে আসা মানুষজনের ৷