জয়নগরে কোভিড আক্রান্তদের পরিবারকে বিনামূল্যে খাবার বিতরণ - joynagar MLA biswajit das
🎬 Watch Now: Feature Video
কোভিড আক্রান্তের পরিজনদের খাবার সরবরাহ করবে জয়নগর-বারুইপুর কোভিড সচেতনতা কোভিড আক্রান্তের পরিজনদের খাবার সরবরাহ করবে জয়নগর-বারুইপুর কোভিড সচেতনতা কমিটি ৷ প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য, জয়নগর-মজিলপুর পৌরসভার প্রশাসক সুজিত সরখেল, বিধায়ক বিশ্বনাথ দাস , জয়নগর থানার আইসি অতনু সাঁতরা সহ প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই কমিটির মধ্যে রয়েছেন ৷ ইতিমধ্যেই নিজের এক মাসের বেতন দান করেছেন জয়নগর থানার আইসি অতনু সাঁতরা ৷ এই কাজে তাদের সহযোগিতা করবে জয়নগর মজিলপুর পৌরসভাও ৷ 16 মে থেকে চালু হবে এই পরিষেবা ৷ এর জন্য আগের দিন রাত্রি আটটার মধ্যে 9734977626 নাম্বারে ফোন করে কতজনের খাবার লাগবে তা জানাতে হবে ৷ এই সংস্থার কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেবেন ৷